ধুনটে ভাতা পাচ্ছে না ২৯ বীর মুক্তিযোদ্ধা !


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    কোনো কারণ ছাড়াই বগুড়ার ধুনট উপজেলার সোনালী ব্যাংক শাখার হিসাব নম্বরে ২৯জন বীর মুক্তিযোদ্ধার ফেব্রুয়া‌রি মাসের সম্মানি ভাতার টাকা জমা হয়নি। এ অবস্থায় ওই সব বীর মুক্তিযোদ্ধার মাঝে চরম হতাশা বিরাজ করছে। অনেকেই ব্যাংক কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের কাছে গিয়ে এ বিষয়টির খোঁজ খবর নিচ্ছেন।

    সোনালী ব্যাংকের ধুনট শাখায় খোঁজ নিয়ে জানা যায় বছর খানেক আগে সমাজসেবা অধিদপ্তর থেকে মুক্তিযোদ্ধাদের ভাতা ছাড় করা হতো। বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে পদ্ধতিতে বেতন ভাতা ব্যাংক হিসেবে হস্তান্তর করা হয়, বীরমুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতাও সেভাবে দেওয়া হয়। ভাতার অর্থ লেনদেন করার জন্য বীরমুক্তিযোদ্ধাদের নামে ব্যাংক হিসেব খোলা রয়েছে।

    ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে প্রতিমাসের নির্ধাতির তারিখে ২০হাজার টাকা করে সম্মানি ভাতা প্রত্যেকের ব্যাংক হিসেবে জমা হয়ে থাকে। মুঠোফোন বার্তার মাধ্যমে হিসেব ধারী ভাতার অর্থ জমা হওয়ার তথ্য পেয়ে থাকেন। সোমবার বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা ব্যাংকে গিয়ে জানতে পারেন, তাদের হিসেব নম্বরে ভাতার অর্থ জমা হয়নি। আবার কয়েকজন বীরমুক্তিযোদ্ধা ভাতার অর্থ উত্তোলন করেছেন। এনিয়ে তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

    সম্মানী ভাতা না পাওয়া বীরমুক্তিযোদ্ধা বাবর আলী, সোহরাব হোসেন, মোজ্জাম্মেল হক, হাতেমুজ্জামান, নজরুল ইসলাম, মহসিন আলম ও মতিউর রহমানসহ অনেকে ধুনট বার্তা‌কে জানান, তারা জানুয়ারি মাসের ভাতা পেয়েছেন। কিন্তু ফেব্রুয়া‌রি মাসের সম্মানি ভাতা তাদের ব্যাংক হিসেবে জমা হয়নি। প্রাথমিক ভাবে জানতে পেরেছেন সমন্নিত তালিকায় নাম অর্ন্তভূক্তকরণ কাজ সম্পন্ন হলে সকলেই ভাতার অর্থ পেয়ে যাবেন।

    তবে বীর মুক্তিযোদ্ধাদের একটি সূত্র জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) বীরমুক্তিযোদ্ধাদের একটি সমন্বিত তালিকা প্রনোয়ন করেছে। সেই তালিকায় যাদের নাম রয়েছে তাদের ব্যাংক হিসেবে সম্মানি ভাতার অর্থ পাঠানো হয়েছে। যাদের নামে ভাতা আসেনি তারা শুধু গেজেট ভুক্ত আছেন। ওই গেজেট জামুকা অনুমোদন দেইনি। এ অবস্থায় তাদের নাম স্ব স্ব উপজেলায় যাচাই বাছাইয়ের জন্য পাঠালেও ওই যাচাই বাছাই প্রতিবেদনে জামুকা সন্তুষ্ট নয়।

    ধুনট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ফেরদৌস আলম ধুনট বার্তা‌কে বলেন, বিষয়টি আমি জেনেছি। এবিষয়ে খোঁজ খবর নেবো।

    সোনালী ব্যাংক লিমিটেড ধুনট শাখার ব্যবস্থাপক মাহবুবুল আলম ধুনট বার্তা‌কে বলেন, তার শাখায় ১৯২ জনের মধ্যে ২৯জন বীরমুক্তিযোদ্ধার ব্যাংক হিসেবে গত ফেব্রুয়া‌রি মাসের সম্মানি ভাতার টাকা জমা হয়নি। অর্থ জমা না হওয়ার বিষয়ে তিনি কোন চিঠিও পাননি।

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ