ধুনটে ভাতিজাকে হত্যায় মামলা : চাচা গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় সালিসে চাচার মারধরে আহত ভাতিজা রায়হানের (২৫) মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত রায়হান হেউটনগর পশ্চিমপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে। নিহতের স্ত্রী সালমা আক্তার সামু বাদি হয়ে বৃহস্পতিবার রাতে ধুনট থানায় এ মামলা করেন। মামলায় নিহতের চাচা শহিদুল ইসলামসহ ৫জনকে আসামী করা হয়েছে।

পুলিশ রাতেই অভিযান চালিয়ে বগুড়ার শেরপুর শহর এলাকা থেকে শহিদুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে। শহিদুল ইসলাম হেউটনগর পশ্চিমপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। শুক্রবার দুপুরের দিকে ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, শিশুদের মাঝে মারধরের ঘটনা নিয়ে নিহত রায়হানের বাবা ও মাকে মারপিট করে শহিদুল ইসলামের ছেলে ও ছেলের স্ত্রী। ১৭ জানুয়ারী সকাল ১০টার দিকে প্রতিবেশী মোজাম্মেল হকের বাড়িতে উভয় পক্ষ সালিসে বসে। ওই বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে রায়হানকে তার চাচা শহিদুল ইসলাম ও তার ছেলে রাশেদসহ ৫জন মারপিটে আহত করে। স্বজনেরা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ১৮ জানুয়ারী তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় সে মারা যায়।

ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, হত্যা মামলার এক আসামীকে গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামী গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ