ধুনটে ভাতিজাদের বিরুদ্ধে চাচীর অভিযোগ


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলায় রাশিদা খাতুন (৫৫) নামে এক বিধবার স্বামীর বসতভিটা বেদখল দিয়ে সেখানে ঘর উত্তোলনের অভিযোগ উঠেছে তার ভাতিজাদের বিরুদ্ধে।

    এ ঘটনায় মঙ্গলবার (২৫জুন) দুপুরের দিকে ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে ২ ভাতিজার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। রাশিদা খাতুন উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের মৃত মোজাহার আলী আকন্দের স্ত্রী।

    অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাঙ্গামাটি গ্রামে বাড়ির ৭ শতক জমি স্ত্রীর নামে রেজিষ্ট্রী দলিল করেন দেন মোজার আলী আকন্দ। ওই বাড়িতে বসবাস করতেন রাশিদা-মোজাহার দম্পত্তি। কয়েক বছর আগে স্বামীর মৃত্যুর পর ওই বাড়িতেই বসবাস করেন রাশিদা। কিন্ত প্রায় ২ বছর আগে রাশিদার স্বামীর ভাতিজা আশরাফ আলী ও আল-আমিন ওই বাড়ির ৭ শতক জমির মধ্যে ২ শতক জমি বেদখল দেয়। সেখানে ২ ভাতিজা ঘর উত্তোলন করেছে।

      এ অবস্থায় মঙ্গলবার সকালের দিকে রাশিদা খাতুন অবশিষ্ট ৫ শতক জায়গায় ঘর উত্তোলনের চেষ্টা করে। এ সময় তার ২ ভাতিজা ঘর উত্তোলনে বাধা দিয়ে রাশিদাকে ভয়ভীতি প্রদর্শন করে। তাদের ভয়ে রাশিদা নিজের জমিতে ঘর উত্তোলন করতে পারছেন না। এ ঘটনায় রাশিদা খাতুন বাদি হয়ে আশরাফ আলী ও আল-আমিন সহ ৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে আশরাফ আলী ও আল-আমিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

      ধুনট থানার ডিউটি অফিসার এএসআই আব্দুল কুদ্দুস বলেন, ভুক্তভোগী ওই নারীর অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

        অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ