ধুনটে ভূমি আইন কানুন অবহিতকরণ কর্মশালা

আশিক আহমেদ.

বগুড়ার ধুনট উপজেলা পরিষদের আয়োজনে দিন ব্যাপী ভূমি বিষয়ক আইন কানুন অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে ধুনট উপজেলা পরিষদ সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান আলোচক ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মামুনুর রশিদ। কর্মশালায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত। কোর্স সমন্বয়কারী হিসেবে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ।

প্রশিক্ষণ কর্মশালায় সহায়তায় রয়েছে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)। কর্মশালায় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার ৪২জন ব্যক্তি প্রশিক্ষন নেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ