Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বেইলী সেতুর পাটাতন দেবে যাওযায় বগুড়ার ধুনট-শেরপুর পাকা সড়কে যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। মঙ্গলবার বিকেল থেকে পৌর এলাকার চরপাড়া গ্রামে নির্মিত ওই সেতু উপর দিয়ে ভারি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনা এড়ানোর জন্য সেতুর দেবে যাওয়া স্থানে দুটি লাল নিশানা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০২ সালে সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে ধুনট-শেরপুর পাকা সড়কের চরপাড়া গ্রামে খালের উপর ৩০ মিটার দৈর্ঘ্যরে বেইলী সেতু নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে সেতুর উপর দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই ভারি যানবাহন পারাপার হয়েছে।
এ কারণে ট্রানজাম ও ষ্টিল টেকিং (পাটাতন) নষ্ট হওয়ায় সেতুটি ক্ষতিগ্রস্থ হয়েছে। এরপরও ওই সেতুর উপর দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই যানবাহন ঝুঁকি নিয়েই পারাপার অব্যাহত ছিল। বগুড়া সওজ কর্তৃপক্ষ জোড়াতালি দিয়ে কয়েকদফা ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামত করেছে।
এ অবস্থায় মঙ্গলবার সকালে আবারো সেতুটির মাঝখানের পাটাতন দেবে গেছে। বিকল্প সড়কে গেছে যানবাহনকে প্রায় ৫ কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে। তাই বাধ্য হয়ে ওই সেতুর উপর দিয়ে জেলা শহরের সাথে ধুনট উপজেলার সিএনজি, অটোরিক্সা, ভটভটি, রিক্সা, ভ্যানসহ ছোট ছোট যানবাহনগুলো ঝুঁকি নিয়েই চলাচল করছে।
তবে বাস, ট্রাকসহ ভারি যানবাহনগুলো চলাচল বন্ধ হয়ে পড়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত সেতুটির মেরামত কাজ শুরু হয়নি। ফাঁকাস্থানে যানবাহনের চাকা পড়ে ঘটতে পারে যে কোন ধরণের বড় দূর্ঘটনা।
বগুড়া সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান ধুনট বার্তাকে বলেন, বেইলী সেতু গুলো অনেক দিন আগে নির্মাণ করা। পুরাতন সামগ্রী দিয়ে সেগুলো চলাচলের উপযোগী করা হয়। খোঁজ নিয়ে ক্ষতিগ্রস্ত বেইলী সেতুটি দ্রæত মেরামতের ব্যবস্থা করা হবে।
