ধুনটে ভ্রাম্যমান আদালতে ৬ ব্যবসায়ীর জরিমানা

ধুনট (বগুড়া) প্রতিনিধি.

বগুড়ার ধুনট উপজেলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৬ ব্যবসায়ীর ৩০হাজার ৫০০টাকা জরিমানা করেছেন। বৃহস্পতিবার দুপুরে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন আখতার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ধুনট শহরের শাহজাহান আলী’র রাহাদ হোটেলের ২০ হাজার, জিরো পয়েন্ট এলাকার আব্দুল লতিফের লতিফ কনফেকশনারীর ২ হাজার, স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার ঋতু ইসলামের মা-বাবার দোয়া হোটেলের ৫০০, মোফাজ্জল হোসেনের মুজাহিদ ফার্মেসীর ৫ হাজার, জীতেন সাহা’র পর্ণা ফার্মেসীর ১ হাজার ও শামীম আকতারের ইত্যাদী ফার্মেসীর ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ীদের জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট। সহকারী কমিশনারের অফিস সহকারী প্রভাষ চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ