ধুনটে মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত

বগুড়ার ধুনট উপজেলায় এস‌এসসি, দা‌খিল ও ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠ ভাবে প‌রিচালনার জন‌্য প্রধান শিক্ষক ও কক্ষ প‌রিদর্শগণের সঙ্গে মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়েছে। বৃহস্প‌তিবার বিকেল ৪টায় ধুনট সরকা‌রি নইম উ‌দ্দিন পাইলট মডেল উচ্চ বিদ‌্যালয় মিলনায়তনে উক্ত সভা অনু‌ষ্ঠিত হয়। 


সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য দেন উপজেলা মাধ‌্যমিক শিক্ষা অ‌ফিসার শ‌ফিউল আলম। 


ধুনট সরকা‌রি নইম উ‌দ্দিন পাইলট মডেল উচ্চ বিদ‌্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ত‌ফিজ উ‌দ্দিনের সভাপ‌তিত্বে অনু‌ষ্ঠিত মত‌বি‌নিময় সভায় আরও বক্তব‌্য দেন ধুনট পাইলট বা‌লিকা উচ্চ বিদ‌্যালয় ও কলেজের অধ‌্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, ভান্ডারবাড়ী ছালেহা-জহুরা উচ্চ বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী ও ধুনট জাহেদুল ইসলাম জুয়েল আ‌লিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ জাহাঙ্গীর আলম। 


অনুষ্ঠান‌টি সঞ্চালনা করেন ধুনট সরকা‌রি নইম উ‌দ্দিন পাইলট মডেল উচ্চ বিদ‌্যালয়ের সহকারী শিক্ষক উজ্জল কুমার।

সভায় উপজেলার মাধ‌্যমিক পর্যায়ের বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ ও সহকারী শিক্ষকগণ উপ‌স্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ