তারিকুল ইসলাম.
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আলেফ বাদশা মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন।আলেফ বাদশা উপজেলার চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। রোববার দুপুর ১২টার দিকে চিকাশী ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন তিনি।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তফশীল অনুযায়ী তৃতীয় ধাপে দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার ধুনট উপজেলায় প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার ১১ নভেম্বর এবং ভোট গ্রহন হবে ২৮ নভেম্বর। প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের সময়ের আগেই রোববার মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেছেন আলেফ বাদশা। উপজেলার চিকাশী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ০৮ জন প্রার্থী। প্রার্থীরা হলেন, নাজমুল কাদির শিপন, আব্দুর রাজ্জাক আকন্দ, এবিএম শামছজ্জোহা বেলাল, আব্দুর রাজ্জাক, আরিফুর রহমান, আলেফ বাদশা, মাহবুব রহমান ও জাকির হোসেন জুয়েল। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও বর্তমান চেয়ারম্যান নাজমুল কাদির শিপন। চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেফ বাদশা বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন তুলেছিলেন। ০৪ নভেম্বর নির্বাচনী বাছাই প্রক্রিয়া শেষে তিনি বৈধ প্রার্থী হয়েছিলেন।
মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে আলেফ বাদশা ধুনট বার্তাকে বলেন, ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দিতার জন্য আওয়ামী লীগের দলীয় প্রার্থী হওয়ার জন্য আবেদন করেছিলেন। কিন্তু আওয়ামী লীগ থেকে তিনি মনোনয়ন পাননি। একারনে ক্ষুব্ধ হয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। দলের প্রতি আনুগত্য থেকে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেছেন।
চিকাশী ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাখাওয়াত হোসেন ধুনট বার্তাকে জানান, মনোনয়ন প্রত্যাহারের তারিখ ১১ নভেম্বর। সময়ের আগেই মনোনয়ন প্রত্যাহারের একটি আবেদন জমা হয়েছে।