ধুনটে মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে সাংসদের মতবিনিময়


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

আমিনুল ইসলাম শ্রাবণ.


বগুড়া- ৫ (ধুনট-শেরপুর) নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান ধুনট উপজেলার ২৭টি পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। বুধবার ধুনট উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এসময় সংসদ সদস্য তাদের সাথে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা মন্ডপ গুলোর নিরাপত্তা ও অন্যান্য সহায়তার আশ্বাস দেন।

    উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম, অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন, ইউপি চেয়ারম্যান লাল মিয়া, হারুনর রশীদ সেলিম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা সহ প্রমুখ নেতৃবৃন্দ।

    মতবিনিময় সভা শেষে ২৭টি পূজা মন্ডপ কমিটির নিকট সরকারি অনুদানের চালের ডিও লেটার বিতরণ করা হয়। এছাড়া উপজেলার সোনাহাটা বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ঢেউটিন ও আর্থিক অনুদান এবং ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের অর্থ বিতরণ করেন সংসদ সদস্য হাবিবর রহমান।


      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ