ধুনটে মহান বিজয় দিবস পালিত

আমিনুল ইসলাম শ্রাবণ.


বগুড়ার ধুনটে যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার দিবসের প্রথম প্রহরে তোপধ্বনীর মধ্যদিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।

এরপর স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, ধুনট থানা, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, ধুনট প্রেস ক্লাব, ধুনট বার্তা, তরুণ-কিশোর সংঘসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে।

এছাড়া বিজয় দিবসের কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের গণকবর জিয়ারত, খেলাধূলা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে ধুনট ডিগ্রি কলেজ মাঠেমুক্তিযোদ্বাদের সংবর্ধনা প্রদান করা হয়।

বিজয় দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

এছাড়া উপজেলা নির্বাহি অফিসার রাজিয়া সুলতানা, পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, নূরজাহান আকতার রিক্তা, অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ও মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ জালাল উদ্দিনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ