ধুনটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

জিল্লুর রহমান.


বগুড়ার ধুনটে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার জোড়শিমুল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মাদ আসিফ ইকবাল সনি, গোলাম সোবহান, কুদরত-ই-খুদা জুয়েল, রেজাউল করিম দুলাল, সাধারন সম্পাদক আব্দুল হাই খোকন, যুগ্ম সম্পাদক মহসিন আলম, ধুনট থানার অফির্সাস ইনচার্জ খাঁন মোহাম্মাদ এরফান, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সিরাজী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের  সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, ইউপি চেয়ারম্যান নাজমুল কাদীর শিপন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ