ধুনটে মাছ ধরতে গিয়ে শিশুর মৃত্যু

 

আবু সুফিয়ান.


বগুড়ার ধুনট উপজেলায় পানিতে ডুবে মহাব্বত হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে কালেরপাড়া ইউনিয়নের আনারপুর দহপাড়া গ্রামে খালের পানিতে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত মহাব্বত ওই গ্রামের দুলু মিয়ার ছেলে ও আনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে এক খেলার সাথীকে নিয়ে খালের পানিতে মাছ ধরতে যায় মহাব্বত হোসেন। সেখানে সে অসাবধানতাবসত গভীর পানিতে ডুবে যায়। এদিকে খবর পেয়ে স্বজনরা ওই খাল থেকে মহাব্বত হোসেনকে উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ