ধুনটে মাদকসেবী আটক

ধুনট (বগুড়া) প্রতিনিধি.

বগুড়ার ধুনট উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে রেজুয়ান লিটন (৩৭) নামের এক মাদকসেবীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টায় ধুনট সদরের মাঠপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী ইউসুফ আলীর বাড়ী থেকে পুলিশ তাকে আটক করে। আটককৃত লিটন শাহজাহানপুর উপজেলার চচাইতাড়া গ্রামের ডা. আনোয়ার হোসেনের ছেলে।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, রেজুয়ান লিটন দীর্ঘদিন যাবত ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য সেবন করে আসছিল। শনিবার সকালে ধুনট উপজেলার মাঠপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী ইউসুফ আলীর বাড়ীতে মাদক সেবন করে। এসময় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ