প্রতিবেদনটি তৈরী করেছেন : ইমদাদুল হক ইমরান.
বগুড়ার ধুনট উপজেলায় গোপালনগর ইউনিয়নের বলারবাড়ি গ্রামে অভিযান চালিয়ে মাদকের আসর থেকে এক তরুনী ও ইয়াবা বড়িসহ হত্যা মামলার আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে বিয়ে নিবন্ধন ও তালাকের ৮টি ভলিয়ম বই, কাগজপত্র ও ৪টি সীল মোহর জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আলমপুর গ্রামের মোখলেসুর রহমানের মেয়ে মাদকাসক্ত মৌসুমি খাতুন (১৭) ও ধুনট উপজেলার বানিয়াগাতি গ্রামের বাহের আলীর ছেলে মাদক ও হত্যাসহ ৫ মামলার আসামী বেলাল হোসেন (৩০)।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোপালনগর ইউনিয়ন নিকাহ রেজিষ্টার (কাজী) বলারবাড়ি গ্রামের মতিউর রহমানকে ২০১৬ সালের ৩ জুলাই রাতে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। ওই মামলার এজাহার নামীয় আসামী বেলাল হোসেন। এছাড়া বেলাল হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন ও বিক্রি করে। এদিকে মতিউর রহমানের মৃত্যুর পর তার ছেলে মামুন মিয়া (২০) বাবার সীল মোহর ব্যবহার করে অবৈধ ভাবে বিয়ে ও তালাক নিবন্ধনের কাজ করে। মামুন তার বাবার হত্যকারী বেলালের সাথে মাদক কারবারসহ বিভিন্ন ধরনের অনৈতিক কাজে জড়িয়ে পড়ে।
সোমবার সন্ধ্যার দিকে মামুন নিজের বাড়িতে বাল্য বিয়ে নিবন্ধন করছে মর্মে সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় মামুন ও তার দুই সহযোগী বাড়ি থেকে পালিয়ে গেলেও ইয়াবা বড়ি সেবন অবস্থায় বেলাল এবং মৌসুমীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের নিকট থেকে ১০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এছাড়া মামুনের বাড়ি থেকে তার বাবার নামের সীল মোহর, বিয়ে ও তালাক নিবন্ধনের বই জব্দ করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন ধুনট বার্তাকে বলেন, এ ঘটনায় বেলাল, মৌসুমী, মামুনসহ ৫ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। সীল মোহর, বিয়ে ও তালাক নিবন্ধন বইসহ কাগজপত্র উদ্ধারের ঘটনায় আরো একটি মামলার প্রস্তুতি চলছে।


