Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলা পর্যায়ে মাদক নির্মূলে সমন্বিত খসড়া কর্ম পরিকল্পনা শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাদকের চাহিদা, সরবরাহ ও ক্ষতি হ্রাস করার পাশাপাশি করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল ১০টার দিকে ধুনট উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগীতায় এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রসিকিউশন অফিসার শাহাদৎ হোসেন, আওয়ামী লীগ নেতা গোলাম সোবাহান ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।
কর্মশালায় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি ও পেশার ৮০জন অংশ নেন।
