ধুনটে মাদক ব্যবসায়ী গ্রেফতার

আবু সুফিয়ান, ধুনট.

বগুড়ার ধুনট পৌর এলাকা থেকে মনোয়ার হোসেন জয় (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ৯টায় শহরের পোষ্ট অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জয় ধুনট অফিসার পাড়ার জসমত আলীর ছেলে।
ধুনট থানার এসআই খোকন কুমার কুন্ডু জানান, দীর্ঘদিন যাবত জয় এলাকায় ফেন্সিডিল ও ইয়াবা বিক্রি করে আসছিল। মাদকদ্রব্য বিক্রি ও সেবনের অভিযোগে ইতিপূর্বে তাকে গ্রেফতার করা হয়। কিন্তু জেল থেকে ফিরে এসে সে আবারো মাদক ব্যবসায় সক্রিয় হয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টায় শহরের পোষ্ট অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাঁর কাছ থেকে ২০পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বগুড়ার আদালতে পাঠানো হবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ