আবু সুফিয়ান.
বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি বগুড়ার ধুনট উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শিক্ষামন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন সংগঠনের নেতৃবৃন্দ।
‘শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে শিক্ষক’ এ প্রতিপাদ্য শিক্ষক দিবসের কর্মসূচী পালন করে সংগঠনটি। কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা নির্বাহি কর্মকর্তার মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর তাঁরা এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে মাধ্যমিক পর্যায়ের সহকারী শিক্ষকদের সরকারি নিয়মে পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানের দাবী জানানো হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি ধুনট উপজেলা শাখার আহবায়ক জাহিদুল ইসলাম, সদস্য সচিব আলহাজ উদ্দিন, সদস্য আব্দুস ছালাম, আব্দুল হাদী, আতিকুর রহমান, আব্দুল বারী, আব্দুস ছাত্তার, আমিনুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।