
বগুড়ার ধুনট উপজেলায় মানব ধর্ম প্রচারক সংঘের প্রতিষ্ঠাতা ক্ষেপা জীবানন্দ ও ক্ষেপীমাতা নন্দ ঠাকুরানীর ৭০তম তিরোধান উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী শহরের জীবানন্দ মঠে এই তিরোধান উৎসব অনুষ্ঠিত হয়।
সকল ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হোক সকল মানবগোষ্ঠী -এই প্রতিপাদ্য নিয়ে এবারের তিরোধান উৎসবে আলোচনা ও গান পরিবেশন করা হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে ভক্তবৃন্দ এই উৎসবে অংশ নেন।
তিরোধান উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া- ৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। জীবানন্দ মঠ পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহার সভাপতিত্বে উৎসবে আরও বক্তব্য দেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবহান, সহসভাপতি শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম তালুকদার, দপ্তর সম্পাদক আফসার আলী, শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা মাইদুল ইসলাম রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও জীবানন্দ মঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার সাহা সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

