
বগুড়ার ধুনট উপজেলায় প্রতিপক্ষের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী চারমাথা বাজার এলাকার এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গোপালপুর খাদুলী গ্রামের আলতাব হোসেনের ছেলে শাহ কামাল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, খাদুলী চারমাথা বাজার এলাকায় আমার পৈত্রিক ও রেজিষ্ট্রিকৃত কবলা দলীল মূলে ক্রয়কৃত ২৪ শতক জমি রয়েছে। উক্ত জমিতে আমি বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছ রোপন করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছি।
পূর্ব শত্রুতার জের ধরে আমার প্রতিপক্ষ গোপালপুর খাদুলী গ্রামের আবুল হোসেনের ছেলে রেজাউল করিম, বেল্লাল হোসেন ও হেলাল হোসেন জোর পুর্বক গত ১০ জুন ওই জমিতে থাকা গাছগুলি কেটে ফেলে এবং সেখানে ঘর নির্মাণ করে। পরবর্তীতে এ বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে এবং ইউনিয়ন পরিষদে ৩ বার সালীশ বৈঠক হয়।
কিন্তু আমার প্রতিপক্ষ উক্ত সালীশ বৈঠকে উপস্থিত হয়নি। বিষয়টি নিয়ে আদালতে মামলা করলে আদালত ওই জমির উপর ১৪৪ ধারা জারি করে। এরপর গত ০৯ আগস্ট আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষরা আবারও সেখানে ঘর তোলার চেষ্টা করে। এসময় বাধা দেয়ায় তাদের মারপিটে আমার পক্ষের ৪জন আহত হয়।
এছাড়াও ২৯ আগস্ট পুনরায় আবার তারা সেখানে জায়গা দখল নিতে আসে। এসময় আমরা নিষেধ করলে তারা আমাদের উপর হামলা চালিয়ে ৬জনকে পিটিয়ে আহত করে। আহতরা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
এঘটনায় আমার প্রতিপক্ষগণ মিথ্যা ঘটনা সাজিয়ে বৃহস্পতিবার আমাদের ১৭ জনের নামে থানায় মিথ্যা মামলা দায়ের করেছে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী এবং সুষ্টু বিচারের আশায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।


