আমিনুল ইসলাম শ্রাবণ.
বগুড়ার ধুনট উপজেলায় কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় উপকারভোগী নারীদের স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী ধুনট পৌরসভা মিলনায়তনে ক্যাম্পে মায়েদের স্বাস্থ্য সচেতনতা, স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য উপকরণ ও অর্থ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানা। আরো বক্তব্য দেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুন নেছা ও পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাহ উদ্দিন।



