ধুনটে মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার সম্মাননা প্রদান


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

কারিমুল হাসান লিখন.


বগুড়ার ধুনট উপজেলায় প্রয়াত মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম কে রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অব অনার সম্মাননা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা। মঙ্গলবার দুপুরে উপজেলার নিমগাছী ইউনিয়নের ধামাচামা জয়শিং ঈদগাহ মাঠে এ সম্মাননা প্রদান করেন।

    এর আগে মরদেহে ফুলেল শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা, ধুনট থানা অফিসার ইনচার্জ (তদন্ত) ফারুকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার ফেরদৌস জামান। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, ধুনট থানার এসআই মঈনুদ্দীন, কালেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জুলফিকার আলী মাষ্টার, নিমগাছী ইউপি সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী মাষ্টারসহ স্থানীয় বিশিষ্ট জনেরা। রাষ্ট্রিয় সম্মাননা শেষে মুফতি মাওলানা মোহাম্মাদ আব্দুল্লাহ আল মুতির ইমামতিতে তার নামাযে জানাযাহ অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

      প্রয়াত মুক্তিযোদ্ধা উপজেলার নিমগাছী ইউনিয়নের জয়শিং গ্রামের মৃত দানেজ মন্ডলের ছেলে। তিনি সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের একজন সফল শিক্ষক ছিলেন। তিনি শারিরিক নানাবিধ সমস্য ও বার্ধক্য জনিত কারনে সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। তিনি তার প্রতিষ্ঠিত ২ ছেলে, ১ স্ত্রী, আত্মীয় স্বজন ও অসংখ্য গ্রনগ্রাহী রেখে যান। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ