ধুনটে মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত


আমিনুল ইসলাম শ্রাবণ.

বগুড়ার ধুনট উপজেলায় মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রদ্যুৎ ও অভিজিৎ স্মৃতি স্পোটিং ক্লাবের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় ডাইম প্লাজা এলাকায় উক্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় জিঞ্জিরতলা মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদকে হারিয়ে ধুনট জিরো পয়েন্ট দল চ্যাম্পিয়ান হয়েছে।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, শফিকুল ইসলাম শফি, ইঞ্জিনিয়র মুহম্মদ আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক মহসিন আলম, বাহাদুর আলী, মাহমুদুল হাসান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল, ভিপি সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন নাহার, শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন খান, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম চাঁন, প্রভাষক সিরাজুল হক লিটন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আল আমিন তরফদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম পিন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, প্রদ্যুৎ ও অভিজিৎ স্মৃতি স্পোটিং ক্লাবের সভাপতি রনি সাহা ও সাধারণ সম্পাদক সুজন সাহা।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ফাইনাল খেলায় অংশ গ্রহনকারী দু’দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ