
বগুড়ার ধুনট উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের দ্বিতীয় দিনে র্যালী, আলোচনা সভা ও পোনামাছ অবমুক্ত করা হয়েছে। রোববার দুপুরের দিকে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে একটি র্যালী উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে বের হয়।

র্যালী শেষে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত। সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মীর্জা ওমর ফারুক।

এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী ও আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্ত¡রে পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।


