ধুনটে যমুনার ভাঙনে নিঃস্ব বাস্তুহারাদের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে নিঃস্ব ৫৫ পরিবারকে পূনর্বাসনের জন্য ২৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এরমধ্যে ৫০ পরিবার পেয়েছে ৫০ হাজার করে টাকা এবং ৬০ হাজার টাকা করে পেয়েছে ৫‌টি পরিবার।

সোমবার দুপুরের দিকে ধুনট উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিক ভাবে এসব বাস্তুহারা পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।

অনুদানের চেক হাতে পেয়ে খুশি বাস্তুহারা পরিবারের সদস্যরা। এখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বুনছনে তারা।

দীর্ঘদিন ধরে যমুনা নদীর ভাঙনে বসতভিটা হারিয়েছে অনেক পরিবার। চোখের সামনে লন্ডভন্ড হয়েছে সাজানো সংসার। মাথা গোঁজার ঠাই হারিয়ে তারা আশ্রয় নিয়েছে যমুনার বাঁধে। আবার অনেকে আশ্রয় নিয়েছে স্বজনদের বাড়িতে। সরকারি এই অনুদান পেয়ে তাদের মলিনমুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক।

টাকা পাওয়ার অনুভূ‌তিতে তারা জানান, পূনর্বাসনের এই টাকা আয়মুলক কাজে ব‌্যয় করবেন। উপার্জন বা‌ড়িয়ে নিজেদের সংসা‌রকে ঘুরে দাড় করাবেন।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, থানার ওসি কৃপা সিন্ধু বালা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন বাবু ও বীরমুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম।

ভান্ডারবাড়ী ইউ‌নিয়ন প‌রিষদের চেয়ারম‌্যান বেলাল হোসেন বাবু বলেন, যমুনার ভাঙনে বাস্তুহারাদের পূণর্বাসনের কার্যক্রম প্রশংসনীয়। অন্যান্য পরিবারকে পর্যায়ক্রমে এ কার্যক্রমের আওতায় আনার জন‌্য অনুরোধ জানাই।

ধুনট উপজেলা নির্বা‌হি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত বলেন পূর্নবাসন কার্যক্রমের সহায়তার অর্থ ক্ষতিগ্রস্ত প‌রিবার গুলোর ঘুরে দাড়ানোর জন‌্য সহায়ক হবে। পর্যায়ক্রমে ক্ষ‌তিগ্রস্ত সকলকে এ কার্যক্রমের আওতায় আনা হবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ