ধুনটে যমুনা নদীতে অভিযান নৌকাসহ ৪ শ্রমিক গ্রেপ্তার


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে নৌকাসহ ৪ বালু শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে ধুনট উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। এ ঘটনায় বুধবার সকালে গ্রেপ্তারকৃত ৪ জনসহ ১৮ জনের বিরুদ্ধে একটি মামলা রেকর্ড হয়েছে।

    গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, ধুনট উপজেলার শহড়াবাড়ী গ্রামের শুকুর আলী ব্যাপারীর ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) ও বাচ্চু মিয়ার ছেলে ওয়াসিম (২২), সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সানবান্ধা গ্রামের আব্দুর রউফের ছেলে আনিছুর রহমান তাবু (৩৮) ও ফারুক হোসেন (৪০)। বুধবার দুপুরে ধুনট থানা থেকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

      মামলা সূত্রে জানা গেছে, খননযন্ত্র দিয়ে উপজেলার যমুনা নদীর চর এলাকা থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের করে একটি চক্র। মঙ্গলবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের নেতৃত্বে পুলিশ যমুনা নদীর বৈশাখী চর এলাকার অভিযান চালায়।

      এসময় সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা নৌকা যোগে পালানোর চেষ্টা করে। ধাওয়া করে ৪ জনকে আটক করে পুলিশ। সেখানে থাকা অন্য ব্যক্তিরা পালিয়ে গেছে। এসময় সেখান থেকে ২টি নৌকা, খননযন্ত্র ও বালুসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

        ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত জানান, অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে থানা পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে ৪ ব্যক্তিকে আটক এবং বালু তোলার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

        ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, আটক ব্যক্তিদের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

          অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ