ধুনটে যমুনা নদীতে নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি

আবু সু‌ফিয়ান.


বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ কাউছার আলীর (৬) সন্ধান করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। নিখোঁজ কাউছার আলী উপজেলার কৈয়াগাড়ি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

শনিবার সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে সকাল ১১ট পর্যন্ত রাজশাহীর ডুবুরি দলের সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে শিশুটির সন্ধান করতে ব্যর্থ হয়েছে। এরআগে শুক্রবার দুপুরের দিকে যমুনা নদীর কৈয়াগাড়ি-বরইতলী ঘাট এলাকায় কাউছার আলী নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়।

উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, যমুনা নদীর কৈয়াগাড়ি-বরইতলী ঘাটে নৌকা বাধা রয়েছে। শুক্রবার দুপুরের দিকে গ্রামের শিশুদের সাথে কাইছার আলী ঘাটে বাধা নৌকায় উঠে খেলা করছিল। এ সময় অসাবধারনতা বসত কাউছার আলী যমুনা নদীতে পড়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয় স্থানীয়রা।

ধুনট ফায়ার সার্ভিস ইনচার্জ সামসুল আলম ধুনট বার্তা‌কে বলেন, শনিবার সকাল ১১টা পর্যন্ত টিম লিডার নুরুন্নবীর নেতৃত্বে ৫ সদস্যর ডুবুরি দল যমুনায় নিখোঁজ শিশুর উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। নদীতে প্রচন্ড বেগে স্রোত প্রবাহিত হওয়ায় শিশুটি ভাটির দিকে ভেসে যেতে পারে। প্রায় এক কিলোমিটার ভাটির দিকে খোঁজাখুঁজির পরও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার তৎপরতা বন্ধ করে দেওয়া হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ