আবু সুফিয়ান.
বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্প এলাকার ১০০মিটার নদী গর্ভে ধসে গেছে। শুক্রবার সকাল থেকে উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের পুকুরিয়া গ্রামে তীর সংরক্ষণ প্রকল্পে ধস শুরু হয়। শনিবার দুপুর পর্যন্ত সেখানে ধস অব্যাহত ছিলো। তবে ধস ঠেকাতে জরুরী ভিত্তিতে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬সালে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে পুকুরিয়া-ভুতবাড়ি এলাকায় ৬০০মিটার অংশ যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্পের কাজ করা হয়। নদীর তীর স্লোপ করে তার উপর জিও চট বিছিয়ে সিসি বøক স্থাপনের মাধ্যমে প্রকল্পের কাজ করে পানি উন্নয়ন বোর্ড। বর্তমানে যমুনা নদীতে পানি কমা অব্যাহত রয়েছে। তবে নদীর পানি তীর সংরক্ষণ প্রকল্প এলাকায় ঘূর্ণায়বর্তের সৃষ্টি করেছে। একারনে শুক্রবার সকাল থেকে পুকুরিয়া এলাকায় ডান তীর সংরক্ষণ প্রকল্প এলাকায় ধস দেখা দেয়। শনিবার দুপুর পর্যন্ত ওই এলাকায় তীর সংরক্ষণ প্রকল্পের প্রায় ১০০মিটার নদী গর্ভে ধসে গেছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নিবারন চক্রবর্তী বলেন পুকুরিয়া গ্রামে শুক্রবার থেকে তীর সংরক্ষণ প্রকল্পে এলাকায় ধস দেখা দেয়। শনিবারও ধস অব্যাহত রয়েছে। তবে ধস ঠেকাতে ইতিমধ্যে বালু বস্তা ফেলার কাজ শুরু হয়েছে।



