Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়া ধুনট উপজেলায় সরকারিভাবে বালু মহাল ইজারা বন্দোবস্ত নিয়ে যমুনা নদী থেকে অবৈধভাবে খননযন্ত্র (ড্রেজার মেশিন) বসিয়ে জমি বেদখল করে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বানিয়াজান স্পার এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচীতে ৮টি গ্রামের প্রায় ৫ শতাধিক মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, বানিয়াজান গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম পলাশ, ভান্ডারবাড়ি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ইয়াকুব আলী, লিমন, জুয়েল, মিল্টন ও নিতাই প্রমুখ। এছাড়াও এলাকাবাসীর পক্ষে বানিয়াজান গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম পলাশ জেলা প্রশাসকসহ সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
মানববন্ধনকারীরা অভিযোগ করে বলেন, বালু মহাল এলাকার বাহিরে জোর পুর্বক জমি বেদখল করে এসব বালু উত্তোলন করা হচ্ছে। এতে করে ভাঙনের হুমকিতে পড়েছে যমুনা নদীর শহড়াবাড়ি ও বানিয়াজান স্পার, তীর সংরক্ষন প্রকল্প, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, জনবসতি ও জেগে ওঠা চরের প্রায় দুই হাজার বিঘা আবাদি জমি।
ধুনট উপজেলা যুবলীগের ত্রান বিষয়ক সম্পাদক বেলাল হোসেন জানান, বালুমহাল নীতিমালা মেনে সরকার নির্ধারিত চৈবের মৌজা থেকে বালু উত্তোলন করা হচ্ছে। বালু মহাল ইজারা নিতে না পেরে প্রতিপক্ষের লোকজন ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ করছে।
ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত জানান, বালু মহালে সরকারি নির্ধারিত চৈবের মৌজার বাহিরে বালু উত্তোলনের কোন সুযোগ নেই। এলাকাবাসীর অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
