Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২১ঘন্টার পর হায়দার আলী (৬৫) নামে এক বৃদ্ধর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় জনগন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার যমুনা নদীর শিমুলবাড়ি ঘাট এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত হায়দার আলী উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চিথুলিয়া গ্রামের হাতেম আলীর ছেলে।
নিহতের ছেলে মেহেদী হাসান জানান, তার বাবা হায়দার আলী প্রতিদিনের ন্যায় সোমবার দুপুর ১২ টার দিকে যমুনা নদীর শিমুলবাড়ি ঘাট এলাকায় গোসল করতে নামেন। এরপর সন্ধ্যা পর্যন্ত তিনি আর বাড়িতে ফিরে আসেননি। অনেক খোঁজাখুজির পর যমুনা নদীর তীরে গিয়ে দেখা যায় তার পরনের কাপড় চোপড় নদীর ঘাটে পড়ে আছে। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন ওই ঘাট এলাকায় নদীর পানিতে নেমে অনুসন্ধানের এক পর্যায়ে ভাসমান অবস্থায় হায়দার আলীর মৃতদেহ উদ্ধার করা হয়।
ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। এ বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।