আমিনুল ইসলাম শ্রাবণ.
বগুড়ার ধুনট উপজেলায় যমুনা ব্যাংকের ১১৮তম শাখা আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার দুপুরে ধুনট শহরের টিনপট্রি এলাকায় এ শাখার উদ্বোধন হয়েছে।
পরে ধুনট এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ.কে.এম. মুর্শারফ হুসাইন।
ব্যাংকের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক প্রধান মুঞ্জুরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যমুনা ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন সিরাজী, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক টিআইএম নূরন্নবী তারিক, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ও ধুনট এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান।

