ধুনটে যুবকের উপর এসিড নিক্ষেপের অভিযোগ

কারিমুল হাসান লিখন.


বগুড়ার ধুনট উপজেলায় আফিজার রহমান (২৩) নামের এক যুবকের উপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৫ সেপ্টেম্বর ২০১৭ মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নিগাছী গ্রামের মৃত জলিল উদ্দিন প্রামানিকে ছেলে আফিজারের উপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটে।

আফিজার রহমান জানান, আমি রাত সাড়ে ১১ টার দিকে আমার শয়ন কক্ষে প্রতিদিনের ন্যায় ঘুমানোর জন্য শুয়ে পরি। তার কিছুক্ষন পর পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ আমার শয়ন ঘরের জানালা দিয়ে আমাকে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। আমি মুশারীর ভিতরে একটু দুরত্বে থাকায় এসিডটি আমার হাতে লাগে। পরে আমার আত্মীয়-স্বজন আমাকে রাতেই ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

পরের দিন সকালে খবর পেয়ে ধুনট থানা এসআই মুঞ্জুরুল ইসলাম ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে আফিজার রহমানকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ শেষে বলেন, এসিড নিক্ষেপ হয়েছে কিনা বা পুর্ব শত্রুতার জের আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ