ধুনটে যুবদলের কর্মী সম্মেলন


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যা ৭টায় হিজুলী সাগাটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মথুরাপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

    কর্মী সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদুজ্জামান উজ্জল। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম।

    মথুরাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বুলবুল আহম্মেদ রনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু মুসা।

    মথুরাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা সঞ্চলনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা শফিকুল ইসলাম, জেল হোসেন, মাহফুজার রহমান, রেজাউল করিম, শাহাদৎ হোসেন, আমজাদ হোসেন, আব্দুল মালেক, বাদশা মিয়া, আল মাহমুদ, আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মিনহাজ উদ্দিন মিঠু ও জেলা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম মধু।

    এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা বায়জীদ, ওবায়দুল হক, বরকউল্লাহ আপাল, এনামুল হক, সোহানুর রহমান, মজনু, রাসেল মাহমুদ, জুয়েল, মোমিন, খালেক, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মাহমুদ, আরিফ ও ছাত্রদল নেতা তোতা প্রমুখ।

    উল্লেখ্য সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে ১নং ওয়ার্ডে আব্দুল মোন্নাফকে সভাপতি, ওমর ফারুককে সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ডে রহমত আলীকে সভাপতি ও পিয়ার আলী বাবুকে সাধারণ সম্পাদক ও ৩নং ওয়ার্ডে আল আমীন শেখকে সভাপতি ও জাফর আলীকে সম্পাদক করে সুুপার ফাইভ কমিটি ঘোষণা করা হয়েছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ