ধুনটে যুবলীগের প্রস্তু‌তি সভা অনু‌ষ্ঠিত


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনটের নিমগাছীতে যুবলীগের কর্মী সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তু‌তি সভা অনু‌ষ্ঠিত হয়েছে। শ‌নিবার বিকেলে সোনাহাটা বাজারে অস্থায়ী দলীয় কার্যালয়ে উক্ত সভা অনু‌ষ্ঠিত হয়।

    সভায় সভাপ‌তিত্ব করেন ধুনট উপজেলা যুবলীগের সভাপ‌তি ভি‌পি শেখ ম‌তিউর রহমান। সভাপ‌তির বক্তব্যে তি‌নি বলেন, সংগঠনের জন‌্য যে নিবে‌দিত হয়ে কাজ করবে, আগামী দিনে তারাই সংগঠনের নেতৃত্বে আসবে। সংগঠন, আন্দোলন ও নির্বাচন, এই তিন‌টি অস্ত্র নিয়ে মাঠে থাকে যুবলীগ। আর এই তিন‌টি বিষয়ে নেতাকর্মীদের নিবে‌দিত থাকতে হবে। এজন‌্য আগামী ১ জুলাই কর্মী সমাবেশ সফল করতে হবে।

    প্রস্তু‌তি সভায় আরও বক্তব‌্য রাখেন উপজেলা যুবলীগের সহসভাপ‌তি প্রভাষক আলীম আল রা‌জি বুলেট, সাংগঠ‌নিক সম্পাদক সাবেক ইউ‌পি চেয়ারম‌্যান সুজাউদৌলা রিপন, ফেরদৌস আলম, সদস‌্য মোস্তা‌ফিজুর রহমান, ইউ‌নিয়ন যুবলীগের সাংগঠ‌নিক সম্পাদক আপেল মাহমুদ, দপ্তর সম্পাদক আব্দুল আ‌লিম, সাবেক যুগ্ম সম্পাদক মাসুম মেম্বার, ইউ‌নিয়ন ছাত্রলীগের সাবেক সভাপ‌তি ইবনে সউদ, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান, ইউ‌নিয়ন যুবলীগ নেতা সুমন, শা‌কিল, ফুলবাবু, ফিরোজ, কামাল, ম‌নির হোসেন ও বাবু।

    উ‌ল্লেখ‌্য আগামী ১ জুলাই বিকাল ৩টায় সোনাহাটায় নিমগাছী ইউ‌নিয়ন যুবলী‌গের কর্মী সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌বে। সমা‌বে‌শে বগুড়া জেলা যুবলী‌গের সভাপ‌তি শুভা‌শীষ পোদ্দার লিটন ও সাধারণ সম্পাদক আ‌মিনুল ইসলাম ডাবলু উপ‌স্থিত থাক‌বেন। সমা‌বেশ সফল কর‌তে প্রস্তু‌তি সভায় বি‌ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ