ধুনটে যুবলীগের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান বলেছেন জিয়াউর রহমান খুনি, সে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করেছিল। সে বৈধ কোন রাষ্ট্রপতি না। আর তার স্ত্রী খালেদা জিয়া প্রহসনের নির্বাচনের মধ্যদিয়ে বঙ্গবন্ধুর খুনি কর্ণেল রশিদ ও মেজর বজলুল হুদা এমপি বানিয়েছিল। ৩ কোটি ভূয়া ভোটার তৈরি করেছিল। অথচ তারা এখন নির্বাচন কমিশন নিয়ে কথা বলে।

    তিনি আরও বলেন, বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে যদি বিএনপি জামায়াত কোন ষড়যন্ত্র করে, তাদের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য যুবলীগ একাই যথেষ্ট। যুবলীগের নেতাকর্মীরা রাজপথে থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে।

    রবিবার বিকেলে ধুনট উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যুবলীগ আয়োজিত পথসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। এরআগে শহরের মুজিব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয় মিছিলটি। পরে সেখানে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

    পদযাত্রার নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগন ও পুলিশের উপর হামলার প্রতিবাদে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি প্রভাষক আলীম আল রাজি বুলেটের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু।

    এসময় উপজেলা যুবলীগের সহসভাপতি নাজমুল হক, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, খায়রুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, শিক্ষা সম্পাদক ময়নুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পার্থ সেন, সাংস্কৃতিক সম্পাদক শাহাদৎ হোসেন, স্বাস্থ্য সম্পাদক ইউনুস আলী, সমাজকল্যান সম্পাদক গোলাম মুহিত চাঁন, সহসম্পাদক সুজন শেখ, জাহাঙ্গীর আলম, রানাউল ইসলাম, ফারাজুল ইসলাম, নবীন শেখ, আলম ফকির, সদস্য কামাল হোসেন মাস্টার, নুরুল ইসলামসহ ১০টি ইউনিয়নের সভাপতি ও সম্পাদকগণসহ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ