ধুনটে যুব মহিলালীগের সম্মেলন অনুষ্ঠিত

আমিনুল ইসলাম শ্রাবণ.


বগুড়ার ধুনট উপজেলায় যুব মহিলালীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুব মহিলালীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এ্যাড. কোহেলী কুদ্দুস মুক্তি।

উপজেলা কমিটির সভাপতি সিমা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহসভাপতি গোলাম সোবহান, যুগ্ম সম্পাদক মহসিন আলম, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনিকা হাসান, রেশমা আক্তার সুমী, বগুড়া জেলা কমিটির সভাপতি এ্যাড. লাইজিন আরা লিনা, সাধারণ সম্পাদক ডালিয়া নাসরিন রিক্তা, সহসভাপতি মাকসুদা মলি, যুগ্ম সম্পাদক আফরোজা আক্তার রিমা, হাসিনা হিরা, সাংগঠনিক সম্পাদক বিলাসি রানী, দপ্তর সম্পাদক আইভি আক্তার নুপুর, যুব সম্পাদক শিল্পি বেগম।

সম্মেলনে সিমা আকতারকে সভাপতি ও সুরভী আক্তারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট যুব মহিলা লীগের নতুন কমিটি গঠন করা হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ