Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারপিটের অভিযোগে মামলায় স্বামী নজরুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। নজরুল ইসলাম উপজেলার কালারপাড়া ইউনিয়নের নিত্তিপোতা গ্রামের রমজান আলীর ছেলে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, নজরুল ইসলামের প্রায় ১৫ বছর আগে উপজেলার বিলচাপড়ী গ্রামের আকরাম হোসেনের মেয়ে শাহানাজ পারভীনকে (২৮) বিয়ে করেন। তাদের ২টি ছেলে সন্তান রয়েছে। এ অবস্থায় দীর্ঘদিন ধরে শাহানাজকে তার বাবার বাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক এনে দিতে বলে নজরুল।
কিন্ত শাহানাজ তার হতদরিদ্র বাবার কাছ থেকে যৌতুকের ২ লাখ টাকা এনে দিতে অস্বীকৃতি জানায়। এ কারণে প্রায়ই স্বামীর নির্যাতন সহ্য করতে থাকেন শাহানাজ। গত ৫ মে শাহানাজ স্বামীর নির্যাতন সহ্য করতে না পেয়ে সন্তানদের নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করতে থাকেন।
কয়েকদিন আগে লোকমুখে জানতে পারেন তার স্বামী নজরুল ইসলাম দ্বিতীয় বিয়ে করেছে। এ কারনে ১১ আগষ্ট স্বামীর বাড়ি যায় শাহানাজ। শাহানাজকে দেখে ক্ষুব্ধ হয়ে উঠে নজরুল। একপর্যায়ে নজরুল মারপিট করে শাহানাজকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
মারপিটে আহত শাহানাজ চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমেেপ্লক্সে ভর্তি হয়। এ ঘটনায় শাহানাজ পারভীন বাদি হয়ে শুক্রবার সন্ধ্যার দিকে স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।
এ বিষয়ে নজরুল ইসলাম বলেন, যৌতুকের টাকা দাবি করিনি। তবে দ্বিতীয় বিয়ে মেনে না নেওয়ায় কথা কাটাকাটির একপর্যায়ে তাকে চড় থাপ্পড় মেরেছি।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত কুমার বিশ^াস এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে। এ মামলার অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।