পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলায় খাদ্যে ভেজাল রোধে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে শহরের সবজি বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহি অফিসার রাজিয়া সুলতানা।
ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ও পৌর মেয়র এজিএম বাদশাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান লাল মিয়া, বগুড়া জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, ব্যবসায়ী সমিতির নেতা রঞ্জন কুমার ও সাবেক পৌর কাউন্সিলর মুঞ্জিল হোসেন আকন্দ।