Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আবু সুফিয়ান.
বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান (৮৭) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। বুধবার সন্ধ্যা ৬টায় নিজবাড়ীতে তিনি ইন্তেকাল করেন। তিনি ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্ ও বগুড়া জেলা পরিষদের সদস্য ফজলুল হকের পিতা।
আজিজুর রহমান মুক্তিযুদ্ধের সংগঠক, উপজেলায় বহু শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিষ্ঠাতা। দীর্ঘদিন যাবত তিনি দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ছেলে, মেয়ে, নাতি-নাতনী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার সকাল ৯টায় ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে তার মরদেহে রাষ্ট্রীয় সম্মান জানান উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানা। পরে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তাঁর নামাজে জানাযায় অংশ নিতে মুসুল্লীদের ঢল নামে। উপজেলার বৃহত্তর জানাযার জামায়াত এ পরিনত হয়। নাজাযা শেষে পূর্ব ভরনশাহী কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বগুড়া- ৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ উদ্দিন সিআইপি, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, সাবেক সংসদ সদস্য আমান উল্লাহ খাঁন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুর রহমান দুলু, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহসভাপতি প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি, আহসান হাবিব, যুগ্ম সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন, রবিউল আওয়াল, ভিপি সাইফুল ইসলাম, ধুনট পৌরসভার সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ জালাল উদ্দিন, ধুনট পৌরসভার সচিব শাহীনুর ইসলাম, ধুনট প্রেস ক্লাবের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, ধুনট মডেল প্রেস ক্লাবের সভাপতি ইমরান হোসেন ইমন, সাধারণ সম্পাদক ঝিনুক খাঁন, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পপি রানী সাহা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রিপন ও সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি।
এদিকে মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের মৃত্যুতে ধুনট বার্তা পরিবার গভীর শোক প্রকাশ করেছে। মরহুমের আত্মার শান্তি কামনা করে বিবৃতিদ্বাতারা হলেন ধুনট বার্তা পরিবারের সদস্য সৈয়দ ফরহাদ হোসেন, জাহিদুল ইসলাম, জিল্লুর রহমান, কারিমুল হাসান লিখন, আবু সুফিয়ান ও আশরাফুল আলম।