ধুনটে রোগযন্ত্রনায় গৃহবধূর আত্মহত্যা

তা‌রিকুল ইসলাম.


বগুড়ার ধুনট উপজেলায় রোগযন্ত্রনা সইতে না পেরে হামিদা খাতুন (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। নিহত হামিদা খাতুন উপজেলার বিলকাজুলী গ্রামের সরোয়ার হোসেনের স্ত্রী। বুধবার দুপুর ১২টার দিকে স্বামীর ঘরে এ ঘটনা ঘটে।

থানা পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, হামিদা খাতুন দুই সন্তানের জননী। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন। অনেক চিকিৎসা করেও তাকে সুস্থ্য করতে পারেননি স্বজনরা। এ অবস্থায় বুধবার দুপুরের দিকে বাড়ির অন্য সদস্যরা কাজের জন্য বাইরে যান। এ সময় হামিদা খাতুন স্বামীর ঘরের ভেতর তীরের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্বজনরা বাড়িতে ফিরে হামিদার ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেন। এ ঘটনায় থানায় একটি (ইউডি) অস্বাভাবিক মৃত মামলা রেকর্ড করা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনাচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা ধুনট বার্তা‌কে এ তথ্য নিশ্চিত করে বলেন, চিকিৎসকের ব্যবস্থাপত্র পর্যালোচনা করে দেখা গেছে হামিদা খাতুন মানষিক রোগী ছিলেন। এছাড়া নিহতের স্বজনদের কোন অভিযোগ নেই। প্রাথমিক তদন্তে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়ে হামিদার মৃতদেহ দাফনের জন্য অনুমোতি দেওয়া হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ