ধুনটে রোগ যন্ত্রনা সইতে না পেরে বৃদ্ধার আত্মহত্যা

বগুড়ার ধুনট উপজেলায় ক্যান্সারের যন্ত্রনা সইতে না পেরে আম গাছের ডালের সাথে দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে নুর ভানু (৭৭) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে এ ঘটনা ঘটে। নুর ভানু ছাতিয়ানী গ্রামের সবুর আলীর স্ত্রী ছিলেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুর ভানু দীর্ঘদিন ধরে ডান পায়ের উরুতে ক্যান্সার রোগে ভুগছিলেন। সেখানে তীব্র যন্ত্রনা হতো। মঙ্গলবার দুপুরের দিকে পায়ের ব্যাথা সইতে না পেরে বাড়ির আঙ্গিনায় থাকা আম গাছের সাথে দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দেয় নুর ভানু। এসময় বাড়িতে কেউ ছিলেন না। পরে পরিবারের লোকজন আম গাছের সাথে নুর ভানুকে ঝুলতে গেছে থানায় খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, নুর ভানুর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় উর্দ্ধতন কর্মকর্তার সাথে কথা বলে আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ