
আমিনুল ইসলাম শ্রাবণ.
বগুড়ার ধুনট উপজেলায় শখের নতুন মোটরসাইকেল চালানোর সময় অসাবধাণতাবসত গাছের সাথে ধাক্কা লেগে সবুজ হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টায় ধুনট উপজেলার মথুরাপুর-ধানঘরা সড়কের পিরহাটি তালতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সবুজ হোসেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাঁতী গ্রামের ছাবেদ আলীর ছেলে এবং মুলতানি পারভিন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, অনেক দিন ধরে মা-বাবার নিকট মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না ধরে সবুজ হোসেন। ছেলের বায়না পুরণ করতে শুক্রবার সন্ধ্যায় শহর থেকে একটি নতুন মোটরসাইকেল কিনে দেন বাবা। শনিবার সকালে বাবার কিনে দেওয়া নতুন মোটরসাইকেলটি চালিয়ে বাড়ি থেকে বের হয় সবুজ হোসেন। বাড়ি থেকে মাত্র এক কিলোমিটার পথ পাড়ি দিতেই মথুরাপুর-ধানঘরা সড়কের পিরহাটি তালতলা এলাকায় রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে সবুজ হোসেন আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ায় সময় ঘটনাস্থলের অদুরে সবুজ হোসেন মারা গেছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন ধুনট বার্তাকে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। এ বিষয়ে ওই পুলিশ কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।


