ধুনটে শিক্ষকদের মানববন্ধন ও সমাবেশ

আমিনুল ইসলাম শ্রাবণ.



বরগুনার বেগাতী শিক্ষিকাকে পাশবিক নির্যাতনের প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবীতে বগুড়ার ধুনট উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

বুধবার বিকেল ৩টায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ধুনট শহরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনার কালো কাপড়ে ঢেকে দিয়ে সমাবেশ করেছে শিক্ষকরা। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, শিক্ষক মান্নত আলী, আয়নাল হক, আবুল কালাম, ওয়াজেদুর রহমান, ফৌজিয়া হক বিথী ও জোবায়ের আল মাহমুদ।

সমাবেশে বক্তাগন বরগুনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে পাশবিক নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত শাস্তি কার্যকরের দাবী জানান।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ