ধুনটে শিক্ষক দিবস পালিত

বগুড়ার ধুন‌ট উপজেলায় বি‌ভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে শিক্ষক দিবস পা‌লিত হয়েছে। বৃহস্প‌তিবার সকাল ১১টার দিকে শিক্ষক দিবসের র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ করে। র‌্যালী শেষে মু‌জিব চত্বরে আনুষ্ঠা‌নিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পন করা হয়।

পরে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনা‌র চত্বরে শিক্ষক দিবসের আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। সভায় প্রধান অ‌তি‌থির বক্তব্য দেন ধুনট শেরপুর নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য বীরমু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব হা‌বিবর রহমান।

ধুনট সরকা‌রি ডি‌গ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রহমানের সভাপ‌তিত্বে অনু‌ষ্ঠিত সভায় বিশেষ অ‌তি‌থির বক্তব্য দেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপ‌তি টিআইএম নূরুন্নবী তা‌রিক ও সাধারণ সম্পাদক আসিফ ইকবাল স‌নি।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন ধুনট সরকা‌রি ডি‌গ্রি কলেজের সহকারী অধ্যাপক ফজলুল হক রঞ্জু, গোসাইবাড়ী ডি‌গ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ হোসেন, ধুনট সরকা‌রি নইম উ‌দ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ত‌ফিজ উ‌দ্দিন, ভান্ডারবাড়ী ছালেহা জহুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, গোসাইবাড়ী আব্দুল ওয়াদুদ টেক‌নিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ, না‌ন্দিয়ারপাড়া আ‌লিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রউফ ও চালাপাড়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ‌ফিকুল ইসলাম।

অনুষ্ঠানে ধুনট উপজেলা নির্বা‌হি অ‌ফিসার সঞ্জয় কুমার মহন্ত, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট উপজেলা প‌রিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, প‌পি রানী পোদ্দার, উপজেলা শিক্ষা অ‌ফিসার ফজলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অ‌ফিসার শ‌ফিউল আলম, উপজেলা আওয়ামী লী‌গের যুগ্ম সম্পাদক শ‌রিফুল ইসলাম খাঁন সহ বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও রাজনৈ‌তিক নেতৃবৃন্দ উপ‌স্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ