আব্দুল হামিদ.
বগুড়ার ধুনট উপজেলায় গোপালনগর ইউনিয়ন কল্যাণ ট্রাষ্টের শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক পর্যায়ের ১৮ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। রোববার উপজেলার মহিশুরা ইউএকে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীদের হাতে সনদ ও বৃত্তির অর্থ তুলে দেয়া হয়।
শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিএমসি কলেজের সহকারী অধ্যাপক লুৎফর রহমান। এসময় উপস্থিত ছিলেন গোপালনগর ইউনিয়ন কল্যাণ ট্রাষ্টের সহসভাপতি এমএআর সনেট, সদস্য হাবিবুর রহমান ও রাজিব। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন আমেরিকান প্রবাসী বায়েজিত বোস্তামি, ডা: আরিফুর রহমান, ড. প্রকৌশলী আব্দুল আলিম, আনোয়ার হোসেন সরকার, লিখন, সেলিম রেজা, পলাশ ও শাহ আলম প্রমুখ।
উল্লেখ্য, শিক্ষাবৃত্তির জন্য উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ১০০ জন শিক্ষার্থী অংশ নেন। সেখান থেকে ফলাফলের ভিত্তিতে ১২জনকে এবং বিশেষ বিবেচনায় ৬ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে।