কারিমুল হাসান লিখন.
বগুড়ার ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রঙ্গিন ব্রেঞ্চ উপহার দিলেন উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম। মঙ্গলবার দুপুরে এলজিইডি’র ধুনট কার্যালয়ে ব্রেঞ্চ গুলো বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের নিকট হস্তান্তর করেন তিনি।
শিক্ষার্থীদের আনন্দদায়ক শিক্ষা পরিবেশ তৈরী করতে এলজিইডি’র অর্থায়নে আগামীতে আধুনিক ও রঙ্গিন ব্রেঞ্চ তৈরী করা হবে। সরকারি বিদ্যালয়ের ব্রেঞ্চে শিক্ষার্থীদের ব্যাগ বা বই রাখার জন্য পৃথক ব্যবস্থা না থাকায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। যার অংশ হিসেবে কয়েকটি ব্রেঞ্চ নমুনা হিসেবে তৈরী করা হয়।
মঙ্গলবার ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ব্রেঞ্চ গুলো উপহার দেন উপজেলা প্রকৌশরী সফিকুল ইসলাম। ব্রেঞ্চ গ্রহন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম সোবহান ও প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।
এসময় এলজিইডি ধুনট কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

