ধুনটে শিক্ষা প্রতিষ্ঠানে চিকিৎসা সামগ্রী বিতরণ

বগুড়ার ধুনট উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন সেফটি ফাস্ট ক্লাবের আয়োজনে একশত শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক চিকিৎসা সামগ্রী (ফাস্ট এইড বক্স) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ভরনশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিকিৎসা সামগ্রী বিতরণ করেন সেফটি ফাস্ট ক্লাবের সভাপতি ইমদাদুল হক রনি।

এ সময় উপস্থিত ছিলেন ভরনশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সেফটি ফাস্ট ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হারুন বাবু ও সমাজসেবক মারুফ খান প্রমুখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ