ধুনটে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সোনালী ব্যাংকের চুক্তি সই

ধুনটে সোনালী ব্যাংক পিএলসি-এর সাথে জালশুকা হাবিবুর রহমান কলেজের চুক্তি সই হয়েছে। এই চুক্তি সইয়ের ফলে সোনালী ব্যাংক পেমেন্ট গেটওয়ে (এসপিজি) এর মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি ফি, বেতন ও পরীক্ষার ফিসহ বিভিন্ন চার্জ আদায় করতে পারবে কলেজ কর্তৃপক্ষ।

বুধবার দুপুর ১২টায় সোনালী ব্যাংক পিএলসি ধুনট শাখার আয়োজনে জালশুকা হাবিবুর রহমান কলেজের হলরুমে চুক্তি সই উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি’র জেনারেল ম্যানেজার রশিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি’র ডেপুটি জেনারেল ম্যানেজার ও বগুড়া সাউথের প্রিন্সিপাল অফিসার জাহাঙ্গীর আলম সিদ্দিকী, জালশুকা হাবিবুর রহমান কলেজ পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান ফিরোজ।

জালশুকা হাবিবুর রহমান কলেজের অধ্যক্ষ লায়লা খাতুনের সভাপতিত্বে ও প্রিন্সিপাল অফিস বগুড়া সাউথ শেরপুর শাখার এ্যাসিস্ট্যান্ট জেলারেল ম্যানেজার আলেয়া ফেরদৌসির সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সোনালী ব্যাংল পিএলসি’র বগুড়ার সাউথের সিনিয়র প্রিন্সিপাল অফিসার রাসেল-উর-রহমান, এ্যাসিস্ট্যান্ড জেনারেল ম্যানেজার পিএলসি ধুনট শাখা প্রধান মনোয়ার হোসেন। চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাহার আলী, জালশুকা হাবিবুর রহমান কলেজ সহকারি অধ্যাপক আবু তাহের, কলেজ পরিচালনা কমিটির সদস্য শাহ আলম,  সোনালী ব্যাংক ধুনট শাখার সিনিয়র অফিসার ক্যাস ফরিদুল ইসলাম, মাসুদ পারভেছ, বরুন কুমার ও সিনিয়র অফিসার আইটি মামুনুর রশিদ ।

Latest

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ