ধুনটে শিবির সভাপতিকে তুলে নিয়ে গেছে অজ্ঞাত অস্ত্রধারীরা

আমিনুল ইসলাম শ্রাবণ.

বগুড়ার ধুনট উপজেলা ছাত্র শিবিরের সভাপতি রাসেল মাহমুদ (২২) কে তুলে নিয়েগেছে অজ্ঞাত অস্ত্রধারীরা। রোববার দিবাগত রাত ৩টায় চালাপাড়া গ্রাম থেকে তাকে মাইক্রোযোগে তুলে নিয়ে যাওয়া হয়। রাসেল মাহমুদ উপজেলার খাদুলী দিগর গ্রামের আব্দুল রহিমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রাসেল মাহমুদ বগুড়ার সরকারী আজিজুল হক কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স ২য় বর্ষের পরীক্ষার্থী। সে ধুনট উপজেলা ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করছে। রাসেল রোববার সন্ধ্যায় ধুনট সদরের চালাপাড়া গ্রামে মামা মাদ্রাসা শিক্ষক শফিকুল ইসলামের বাড়ীতে যায়। রাতে ওই বাড়ীতে মামাতো ভাই জাহিদুল ইসলামের সাথে ঘুমায়। রাত ৩ টায় সেখান থেকে সাদা পোশাকধারী ৭/৮জন অস্ত্রধারী তাকে আটক করে। পরে নীল রঙ্গের একটি মাইক্রোবাসে তাকে নিয়ে যাওয়া হয়। সোমবার সকাল থেকে স্বজনরা ধুনট থানা, বগুড়া সদর থানা, শাহজাহানপুর থানা, বগুড়ার ডিবি কার্যালয়, পুলিশ লাইন ও র‌্যাব কার্যালয়ে রাসেলের সন্ধান করে তাকে পায়নি। পরিবারের লোকজন রাসেলকে গুম করার আশংকা করছেন।
রাসেলে মা নূর নাহার জানান, মামার বাড়ী থেকে গভীর রাতে রাসেলকে আটক করে নিয়ে যায় একদল অস্ত্রধারী। এরপর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে তাঁর সন্ধান করা হয়। কিন্তু এতেও রাসেলের কোন খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ রাসেল মাহমুদ ছাত্র শিবিরের সভাপতি বলে দাবী করেছেন উপজেলা জামায়াতের আমীর রেজাউল করিম। তিনি বলেন, মামার বাড়ী থেকে গভীর রাতে অস্ত্রধারীরা তাকে আটক করে নিয়ে যায়। এরপর থেকে রাসেল নিখোঁজ রয়েছে।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, শিবির সভাপতিকে ধুনট থানা পুলিশ আটক করেনি। কেউ আটক করেছে, এমন তথ্য আমার জানা নেই। এছাড়া তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় কোন অভিযোগ নেই।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ