ধুনটে শেখ রাসেল স্মরণে দেয়ালিকা প্রকাশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের স্মরণে বগুড়ার ধুনট উপজেলায় পিরহাটি উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা প্রকাশ করা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে এ দেয়ালিকা প্রকাশ করা হয়।

‘শেখ রাসেল দেয়ালিকা’র উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে গ্রহণ করা হয় এ ধরনের উদ্যোগ। শিক্ষর্থীরা শেখ রাসেলকে নিয়ে স্বরচিত কবিতা, গল্প, ও শেখ রাসেল এবং বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি অংকন করে। দেয়ালিকাকে ঘিরে শিক্ষার্থীদের উল্লাস ছিল চোখে পড়ার মত। দেয়ালিকায় শিক্ষার্থীরা জানতে পারছে শেখ রাসেল সম্পর্কে। এই দেয়ালিকা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। এছাড়া শোক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ