ধুনটে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

জিল্লুর রহমান.

বগুড়ার ধুনট উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দিবসের র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া- ৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, যুগ্ম সম্পাদক মহসিন আলম, জেলা পরিষদের সদস্য এএফএফ ফজলুল হক, উপজেলা কৃষক লীগের সভাপতি কুদরত-ই খুদা জুয়েল ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রিপন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ